শ্রীনগর উপজেলা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
প্রকাশ : 2022-02-18 11:24:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রেসক্লাবে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির লস্কর, কোষাধ্যক্ষ হামিদুল ইসলাম স্বপন, ক্রিয়া বিষয়ক সম্পাদক শরিফুল খান প্লাবন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরহাদ হসেন জনি, সহ ক্রিয়া বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য মোস্তাকিম আহমেদ আলিফ, সদস্য আব্দুল মান্নান সিদ্দিকী প্রমুখ।