শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন

প্রকাশ : 2025-12-17 11:15:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন

শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস-২০২৫ নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন হয়েছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির পর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে প্রশাসনিক লোকজন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সগঠন সহ সকল শ্রেনী পেশার মানুষ পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শহিদানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত শ্রীনগর স্টেডিয়ামে কিন্ডারগার্টেন, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও শিশু পরিবারের ছাত্র ছাত্রীদের  মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। বেলা ১২ টায় উপজেলা চত্তরে বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব শেখ মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা। দুপুরে মসজিদ, মন্দির ও সকল উপাসনালয়ে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে প্রার্থনা করা হয়। সন্ধ্যায় শ্রীনগর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

কা/আ