শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

প্রকাশ : 2024-05-30 11:41:11১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন কিসমত , কামরুল ও মোসাঃ শামসুন্নাহার। এদের নিকট তম প্রতিদ্বন্দ্বী ছিলেন, মামুন, কামরুল মৃধা ও ফিরুজা বগম। 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৯ মে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচন। ছোট খাট বিচ্ছিন্ন দু একটি  ঘটনা ছাড়া উপজেলার ১৪ টি ইউনিয়নের ৯৩ টি ভোট কেন্দ্রে সফলভাবে ভোট গ্রহন করা হয়েছে। যথারীতি সকাল ৮ টা থেকে বিকেল ৪ টাপর্যন্ত অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন সম্পন্ন হয়। 

২ লক্ষ ৫৭ হাজার ৩৫৮ ভোটার অধ্যুসিত এই জনপদে উপজেলা চেয়ারম্যান পদে এম মাহবুব উল্লাহ কিসমত  দোয়াত কলম মার্কায় পেয়েছেন ৫৭২৩১ ভোট। নিকট তম সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মামুন পেয়েছেন ৪৯৬৪০ ভোট।  এবং সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু ( আনারস) মার্কায় পেয়েছেন ১০২৫৯ ভোট । ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট  কামরুল হাসান  টিউবওয়েল মার্কায় পেয়েছেন, ৩২৬৫৫ভোট। নিকটতম  কামরুজ্জামান  মৃধা কামরুল তালা মার্কায় পেয়েছেন ৩২০৫৩ ভোট।   

মহিলা ভাইস চেয়ারম্যান পদে  শামসুন্নাহার সুমি প্রজাপতি মার্কায় পেয়েছেন ৩৭৬২৫ ভোট এবং ফিরুজা  বেগম  কলস প্রতিকে পেয়েছেন ৩০১৩৭ ভোট । উল্লেখিত জন- প্রতিনিধিগন  বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন বলে উপজেলা নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে।