শ্রীনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ : 2024-04-01 10:47:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভায় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন। রবিবার বেলা ১১ টায় শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এর সভা অনুষ্ঠিত হয়। 
এ সময় অন্যান্যদের মাঝে  বক্তব্য সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল তায়াবীর ,মহিলা ভাইস রেহানা বেগম, মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মকর্তা আবু তোহা মোঃ শাকিল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বারেক খান বারী, জিএস নাজির হোসেন, তাজুল ইসলাম, আলহাজ্ব আজিজুল ইসলাম, সোলাইমান খান,রফিকুল ইসলাম বাবু, ফজলুর রহমান, মনোয়ার হোসেন শাহাদাত, হামিদুল্লাহ খান মুন, শহিদুল্লাহ কামাল ঝিল্লু, শ্রীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ।

 

সান