শ্রীনগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এবং ইউএনও'র বিদায় সংবর্ধনা 

প্রকাশ : 2022-06-27 20:17:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এবং ইউএনও'র বিদায় সংবর্ধনা 

শ্রীনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা এবং ইউএনও'র বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২৭ জুন সোমবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

বেলা ১২ টায় উপজেলা  চেয়ারম্যান মশিউর রহমান মামুনের সভাপতিত্তে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনব কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকিল আহামে্ম, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু , শ্রীনগর থানার ও সি তদন্তকামরুজ্জামান পি আই, ও মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফেরদৌস, কৃষি কর্মকর্তা  শান্তনারানী , উপজেলা আওয়ামীলীগের  যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ আলমগীর । সদর  ইউ, পি, চেয়ারম্যান তাজুল ইসলাম , ষোলঘড় ইউ, পি চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আজিজুল ইসলাম , শ্রীনগর প্রেস ক্লাবের  সভাপতি মোঃ নজরুল ইসলাম , এছাড়া অন্নান্য চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য দিয়েছিলেন , হাসাড়া ইউ, পি চেয়ারম্যান সোলাইমান খান, কুকুটিয়ার বাবু চেয়ারম্যান , ঢ়াড়ীখালের আব্দুল বারেক খান বারী, বীরতারার শহিদুল্লা কামাল ঝিলু, তন্তরের আলী আকবর, বঘড়ার আবু আল নাছের তানজিল, শ্যামসিদ্ধির নাজির হোসেন  আটপাড়ার ফজলুর রহমান  ও বাঘড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম , জাকির হোসেন প্যারট  ও শ্রীনগর কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি জহিরুল ইসলাম লিমন প্রমুখ।