শ্রীনগরে স্কুলের জায়গা দখলে বাধা দেয়ায় শিক্ষক লাঞ্চিত, আটক এক
প্রকাশ : 2024-05-20 19:43:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শ্রীনগর সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ের জায়গা দখলে বাধা দেয়ায় উই বিদ্যালয়ের দুই শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। এরা হচ্ছেন আহসান হাবীব ও কৃষ্ণ দাস ২০ মে সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে দখলবাজদের মূল হোতা সমর দত্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ।
সরজমিনে গিয়ে জানা যায়, বিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভিতরে দখলবাজরা সমর দত্তের নেতৃত্বে স্থাপনা নির্মাণ করতে এলে আহসান হাবীব ও কৃষ্ণ দাস নিষেধ করেন। এরই জের ধরে সমর দত্ত ও তার সহযোগিরা দুই শিক্ষককে কিল ঘুষি ও চর থাপ্পড় মেরে লাঞ্চিত করে ।
অবস্থা বেগতিক দেখে শিক্ষার্থীরা মিশিল করে এগিয়ে যায় । এসময় সহযোগীরা পালিয়ে গেলেও সমর দত্ত আটকা পড়ে যায় ছাত্রীদের হাতে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, সরকারি সম্পদ রক্ষায় বাঁধা দিতে গিয়ে আমার শিক্ষক ও ছাত্রীরা লাঞ্চিত হয়েছে । আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শ্রীনগর থানার ও সি আব্দুল্লা আল তায়াবীর এর কাছে জানতে চাইলে , তিনি বলেন , অভিযোগের প্রস্তুতি চলছে ।