শ্রীনগরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পথচারী নিহত 

প্রকাশ : 2023-12-16 12:37:50১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পথচারী নিহত 

মুন্সীগঞ্জের শ্রীনগরে কেয়রচিরা এলাকায় ট্রেনের ধাক্কায় আক্কাস শেখ (৬৫) নামক এক পথচারী নিহত হয়েছে। শনিবার সকালে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান সকাল ৯ টার ট্রেনের লাইন ধরে আক্কাস শেখ হেঁটে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে আসা ঢাকা টু খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন টি পথচারী আক্কাস শেখকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। তিনি শ্রীনগর উপজেলার  পাটাভোগ ইউনিয়নের কামারখোলা গ্রামে মৃত রফিক শেখ এর ছেলে। 

শ্রীনগর অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান,  কেয়রচিরা এলাকায় ট্রেনে ধাক্কায় এক ব্যক্তি মৃত্যু হয়েছে।কি কারণে এ দুর্ঘটনাটি ঘটছে তা দেখা হচ্ছে।