শ্রীনগরে সুখেন ফাউন্ডেশনের বর্গাচাষীদের মধ্যে সার বিতরণ
প্রকাশ : 2022-03-22 18:44:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শ্রীনগর উপজেলায় সুখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন মোদকের উদ্যোগে ০৫টি ইউনিয়নে গরীব বর্গাচাষীদের মাঝে ২৫ কেজি করে মোট ৫০০জনকে সার বিতরণ করা হয়। আজ বাড়ৈখালী ইউনিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি ইকবাল হোসেন মাস্টার।
উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান হাজী মো সেলিম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায়, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক অধীর চন্দ্র দত্ত, কাজল দাস, সঞ্জয় বালা, রঞ্জিত মল্লিক, ও স্থানীয় নেতৃবৃন্দ।
সুখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন মোদক বিগত করোনা কালিন সময়ে আর্ত মানবতার সেবায় বিভিন্ন সহয়তা প্রদান সহ নানাবিধ কাজ করে আসছেন। এ ছাড়া তিনি মন্দির মাদ্রাসা সহ গরীব ও এতিমদের সহায়তা প্রদান করে ইতোমধ্যে অনন্য, দৃষ্টান্ত স্থাপন করেছেন।