শ্রীনগরে শহীদের রুহের মাগফেরাত, খালেদা জিয়ার রোগ মুক্তি ও বন্যাদূর্গতদের জন্য দোয়া মাহফিল
প্রকাশ : 2024-08-24 14:11:11১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের শ্রীনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং বন্যাদূর্গতদের জন্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ আগষ্ট) বেলা ১১টায় উপজেলার ষোলঘর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে খৈয়াগাঁও এলাকায় এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ষোলঘর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ আল হাসান এর সভাপতিত্বে ও সাঃ সম্পাদক ফজলে রাব্বি রনি'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও আল- মুসলিম গ্রুপের চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাঃ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিরাজদিখানের সাঃ সম্পাদক এম হায়দার আলী খান, শ্রীনগর উপজেলা বি এন পির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন,সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল,আব্দুল বাতেন খান শামীম, এডভোকেট রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম কারাল, যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহাম্মেদ রনি, সদস্য সচিব এমদাদুল হক রজিন, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, সাঃ সম্পাদক ইমন হোসেন।