শ্রীনগরে মোটর সাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
প্রকাশ : 2025-02-16 15:07:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনে মোটর সাইকেল দুর্ঘটনায় মো. জামাল শেখ (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় মোটর সাইকেল চালক রায়হান (১৭) আহত হয়।
শনিবার দুপুর পৌণে ২টার দিকে উপজেলার শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত জামাল শেখ উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের দামলা গ্রামের মৃত জালাল শেখের ছেলে এবং বিক্রমপুর শপিং কমপ্লেক্সের রেডিমেট পোষাক বিক্রেতা।
স্থানীয়রা জানায়, শ্রীনগর পুরাতন ফেরীঘাট এলাকায় মহাড়কের সার্ভিস লেনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে যায় আরোহী জামাল শেখ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনরা জামালের লাশ নিয়ে গেছে জানতে পারি।
এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বিষয়টি আমরা জানিনা। খোঁজ নিয়ে দেখছি।
কা/আ