শ্রীনগরে মুক্তিযোদ্ধাকে হেনস্থা করার অভিযোগ

প্রকাশ : 2023-10-16 19:00:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে মুক্তিযোদ্ধাকে হেনস্থা করার অভিযোগ

শ্রীনগরে এক মুক্তিযোদ্ধাকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। মো. মতিউর রহমান (৯০) নামে ওই মুক্তিযোদ্ধার প্রতিবেশী একই বিল্ডিংয়ের ভাড়াটিয়া ফয়সাল ও স্বপনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। শ্রীনগর সদর ইউনিয়নের ধাইসার সাইফুলের বিন্ডিংয়ে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শ্রীনগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর সকালে পুর্ব শত্ুংতার জের ধরে মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমানের প্রতিবেশ ভাড়াটিয়া মৃত মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. ফয়সাল (২৫) ও তার আপন মামা স্বপন (৪০) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাকে হেনস্থা করে। আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত মামা-ভাগ্নে তাকে প্রাণনাশের হুমকি ধমকি দিয়ে সটকে পরে। ঘটনার সত্যতা স্বীকার করেন পার্শ্ববর্তী ভিআইপি টেইলারের মালিক মোস্তাক আহম্মেদ, পারভেছ স্টোরের কর্ণধার মো. ইদ্রিস, দোকান মালিক সিরাজুল ইসলাম তালুকদারসহ উপস্থিত প্রত্যক্ষদর্শীরা। 

তারা বলছেন, একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধা মতিউর রহমানের সাথে ফয়সাল ও তার মামা স্বপনের এ ধরণের অচরণ করা ঠিক হয়নি। বৃদ্ধ মতিউর রহমান সাইফুলের বিল্ডিংয়ের প্রথম তলায় ভাড়া থাকেন। তার ছেলে-মেয়েরা ঢাকায় থাকেন। একা থাকার সুবাদে প্রতিবেশী ফয়সাল মাঝে মধ্যেই হুমকি ধমকি ও হেনস্থা করছে। খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ সম্মিলিত প্রাক্তন সৈনিক ও মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশন  রেজি নং-এস ১০৬৩৩) এর উপদেষ্টা মো. মতিউর রহমান সার্ভেয়ার পেশায় আছেন। সে মরহুম হাতেম আলী ঢালীর পুত্র।  তিনি ৬ সন্তানের জনক। 

ভুক্তভোগী মতিউর রহমানের অভিযোগ চলতি বছর গত ২২ জানুয়ারি আমার রুমের তালা ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটে। ফয়সালের মামা স্বপন আমাদের ভাড়া বিল্ডিংয়ের কেয়ার টেকার। অথচ স্বপনের কাছে জানতে চাইলে সে নিরব ভুমিকায় থাকে। ফয়সাল বিভিন্ন সময় আমার গতিবিধি লক্ষ্য করে আসছিল। গত শনিবার সকালে ফয়সাল ও স্বপন আমার গায়ে হাত তুলে। এ সময় তারা আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে আমাকে হত্যার হুমকি দেয়। পরে উপায় না পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করি। এ বিষয়ে জানতে সরেজমিনে গিয়ে বাড়িটির মালিক মো. সাইফুলের স্বাক্ষাত পাওয়া যায়নি। অভিযুক্ত মামা-ভাগ্নেকে পাওয়া যায়নি। পরে ফোবাইল ফোনে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও বাড়ির মালিক সাইফুল ও ভাড়াটিয়া ফয়সালের ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। তবে মোবাঈল ফোনে কেয়ার টেকার স্বপন তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার এসআই আবির এ ব্যাপারে জানান, অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।