শ্রীনগরে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

প্রকাশ : 2023-01-22 16:30:54১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

শ্রীনগরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে সদর ইউনিনের দেউলভোগ বাজার মিঠেন ট্রের্ডাস নামক একটি মুদি দোকানে এ ঘটনা ঘটে। এতে দোকান মালিক শাজাহান সিরাজের প্রায় ৪ লাখ টাকার বিভিন্ন মালামাল পুড়ে যায়। স্থানীয়রা বলছেন, আছরের নামজ পড়ার জন্য দোকানী মসজিদে যায়। পার্শ্ববর্তী লোকজন হঠাৎ দেখতে পায় দোকানের ভিতর থেকে ধোঁয়া বেরুচ্ছে। এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। এক পর্যায় দোকানে থাকা জ্বালানী তেলের ড্রাম ফেটে আগুনের তীব্রতা বাড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর ধারনা বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। শ্রীনগর ফায়ার সার্ভিস ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন এ ব্যাপারে জানান, এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি, তদন্ত চলছে।