শ্রীনগরে বেরী বাঁধের মাটি কেটে নেওয়ার অভিযোগ
প্রকাশ : 2022-01-28 21:07:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বালাশুর যশিলদিয়ার মাওয়া বেরী বাঁধের মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকাল থেকে ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা বুড়ির দোকান নামক স্থানে তালেব খলিফা ছেলে রতন খলিফার বিরুদ্ধে সরকারি বেরী বাঁধের মাটি কেটে নিজের বাড়ি ভরাট করে। সরেজমিনে গিয়ে দেখাযায়, বেরী বাঁধের মাটি প্রায় ৩/৪ জন শ্রমিক দিয়ে মাটি কাটা হচ্ছে। রতন খলিফার বাড়িতে বালু ভরাটের উপরে মাটির আস্তরের জন্য মাটি কেটে নিয়ে হচ্ছে।
এব্যাপারে স্থানিয় ওয়ার্ড মেম্বার সুহেল মৃধার কাছে জানতে চায়লে তিনি বলেন, আমি খবর সুনে ঘটনাস্থানে গিয়ে কাজ বন্ধ করে দিই। দ্রুত ভরাট করতে বলেদিয়েছি। এব্যাপারে রতন খলিফার সাথে যোগাযোগের জন্য তার বাড়িতে গেলে বাড়ীর থেকে এক মহিলা বেরিয়ে এসে বলে বাড়িতে কোন পুরুষ মানুষ নেই।