শ্রীনগরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেখ আব্দুল্লাহ'র আয়োজনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
প্রকাশ : 2025-12-30 20:24:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর মঙ্গলবার বাদ আছর বাইপাস মোড় বাগান বাড়িতে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ ১- আসনের বি এন পি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নিজেই কান্না বিজরিত কন্ঠে মরহুমার বেহেশত নসীব কামনা করে দোয়া ও মোনাজাত করেন । তার হৃদয় উৎসারিত চোখের পানি দেখে নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে সবাই শোকে মূহ্যমান হয়ে যায়। এসময় এক হৃদয় বিদারক দৃশ্য গোটা পরিবেশকে স্তম্ভিত করে দেয়।

দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আহব্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বি এন পির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, জেলা বি এন পির আহ্বায়ক কমিটি সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন মিলন, আবুল কালাম কানন, জহিরুল আলম মামুন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, শহিদুল ইসলাম কারাল, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, ছাত্রদল সভাপতি আশরাফুল ইসলাম শুভ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ রনি, সদস্য সচিব ইমদাদুল ইসলাম রজিন,জাসাস সভাপতি শফিউল আলম খান আজম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সাগর, সিরাজ তালুকদার, নুর ইসলাম, মানিক মাদবর দিদারুল ইসলাম অভি, রাজু আহাম্মেদ ও মোঃ রনি সহ উপজেলা বি এন পি অঙ্গ ও সহযোগি সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।