শ্রীনগরে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৭
প্রকাশ : 2024-11-15 10:08:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭ জন গুরুত্বর আহত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের নাগরভাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় আহত আসমা বেগম বাদী হয়ে স্বপনসহ ৫ জনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, আসমা বেগমের বিল্ডিংয়ের ছাদে স্বপনের দুই ছেলে অমিত ও সমিত কবুতর উঠাতে গেলে আসমার ছেলে রাজা(১০) এর তর্ক বিকর্ত হয়। এরই জের ধরে স্বপনসহ তার দুুই ছেলে ও একই এলাকার আক্তারের ছেলে রোহান, তাজুলের ছেলে শাকিবসহ অজ্ঞাননামা ১০/১২ লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় । আসমা বেগম ও তার স্বামী হারুনকে বেধম পিটিয়ে আহত করে।
তাদেরকে রক্ষার জন্য সাব্বির, পাভেল নোমান, জাকির ও ইয়ামিন এগিয়ে গেলে তাদেরকেও বেধরক পিটিয়ে আহত করে। এসময় আসমা বেগমের দোকানে হামলা চালিয়ে দোকানের মালামাল ভাংচুর করে । এবং ক্যাশে
থাকা নগদ টাকা লুটে নিয়ে খুন জকমের হুমকি দিয়ে চলে যায়। এব্যাপারে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত(ওসি) আজাদ রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।