শ্রীনগরে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ : 2023-03-16 11:41:51১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে ফেন্সিডিলসহ মাদক কারবারি  গ্রেফতার

শ্রীনগরে র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মো. মহিউদ্দিন মানিক (৫০) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে শ্রীনগর ডাকবাংলো এলাকায় র‍্যাব-১০’র সদস্যরা অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মহিউদ্দিন মানিকের কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধোর করা হয়। সে উপজেলার পাটাভোগ ইউনিয়নের পশ্চিম বেজগাঁও এলাকার নূর উদ্দিন আহমেদের ছেলে। শ্রীনগর থানার ডিউটি অফিসার এএসআই আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলা নং-৩৩। বুধবার আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।