শ্রীনগরে ফুলকচি নব বিন্দাবন রাধা গোবিন্দ উন্নয়ন প্রকল্প উদ্বোধন 

প্রকাশ : 2022-01-28 21:10:19১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে ফুলকচি নব বিন্দাবন রাধা গোবিন্দ উন্নয়ন প্রকল্প উদ্বোধন 

মুন্সীগঞ্জ শ্রীনগরে কোলাপাড়া ইউনিয়ন ফুলকচি গ্রামে  নব বিন্দাবন রাধা গোবিন্দ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুর ১ টায় সময় কোলাপাড়া ইউনিয়ন ফুলকচি গ্রামে ১ লক্ষ টাকার ব্যায়ে প্রকল্প উন্নয়ন উদ্বোধন করা হয়। 

সে সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত, শ্রীনগর উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী আঃ রহিম, ৫নং ওয়ার্ডে ইউপি সদস্য মাহাবুব শাহ, মন্দিরে সভাপতি বিজয় বাছার,মন্দিরে ও ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাখন মন্ডল,নগেন বাড়ৈ, হারুন বেপারী, উপেন্দ্র বাড়ৈ, নরুনবী অন্তু প্রমুখ।