শ্রীনগরে দেউলভোগ দয়হাটা দারুল উলুম ক্বওমিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিম খানার ওয়াজ মাহফিল
প্রকাশ : 2024-12-14 12:42:23১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের শ্রীনগরে দেউলভোগ দয়হাটা দারুল উলুম ক্বওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ৩৯ তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর থেকে গভীর শ্রদ্ধা রাত পর্যন্ত উপজেলার দেউলভোগ দয়হাটা দারুল উলুম ক্বওমিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিম খানার মাঠ প্রাঙ্গনে এ বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার এতিমখানার সভাপতি আলহাজ্ব মোঃ মোজাফফর হোসেন এর সভাপতিত্বে মাদ্রাসা ও মসজিদ কমিটির সাঃ সম্পাদক হাজী সিদ্দিকুর রহমান মোড়ল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা ফখরুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন, মাওলানা মুহাম্মদ কাউসার উল্লাহ আনসারী।
বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন, হাফেজ মাওলানা হোসাইন আহমাদ ইসহাকী।
আরো উপস্থিত ছিলেন, দেউলভোগ দয়হাটা দারুল উলুম ক্বওমিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিম খানার মোহতামিম মুফতি কামরুজ্জামান বিন কাশেম, জনু মোড়ল ও ফজল মোড়লসহ আগত মুসুল্লি একরামগণ।
গ্রামনগরবার্তা/কা/আ