শ্রীনগরে ডিবি পরিচয়ে তুলে নিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
প্রকাশ : 2022-03-01 18:54:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শ্রীনগরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার রাতে লৌহজং উপজেলার কুমারভোগের হক ডেইরী ফার্মের মালিক শামীম শেখ বিষয়টি নিয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করতে আসেন। পরে তিনি পুলিশকে মৌখিক ভাবে বিষয়টি জানিয়ে থানা থেকে চলে যান।
ছিনতাইয়ের ঘটনার শিকার ভুক্তভোগীদের পরিবারিক সূত্র জানায়, সোমবার দুপুরে লৌহজং উপজেলার উত্তর কুমারভোগ গ্রামের হক ডেইরী ফার্মের মালিক শামীম শেখ (৫০) তাঁর খালা ফেরদৌসি বেগমকে (৫৩) সাথে নিয়ে শ্রীনগর এম রহমান শপিং কমপ্লেক্সের ব্র্যাক ব্যাংক শাখা থেকে ঋণের ৯ লাখ ৯০ হাজার টাকা তুলেন। টাকা নিয়ে তারা নিজ এলাকার এক অটোরিক্সা চালককে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। অটোরিক্সাটি শ্রীনগর-দোহার বাইপাস সড়কের সিএনজি পাম্পের কাছে পৌছলে ডিবি পুলিশ পরিচয়ে অটোরি·াটির গতি রোধ করে। এসময় ৪জন মিলে তাদেরকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে প্রাইভেটকারে তুলে নেয়। পরে তাদেরকে ঢাকা-মাওয়া এ·প্রেসওয়ের কুচিয়ামোড়া এলাকায় ফেলে রেখে যায়।
সোমবার রাত ৭টার দিকে শামীম তার খালাকে নিয়ে শ্রীনগর থানায় অভিযোগ দিতে আসেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য নিয়ে সন্দেহ দেখা দেয়।পরে তারা মামলা করতে অস্বীকার করে থানা থেকে বের হয়ে যান। একারনে বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার দুপুরে শ্রীনগর থানার ডিউটি অফিসার জানান, শ্রীনগর থানায় এমন কোন অভিযোগ দায়ের হয়নি।