শ্রীনগরে জেলেদের মধ্যে ভিজিএফ চাল বিতরণ 

প্রকাশ : 2021-05-05 09:24:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে জেলেদের মধ্যে ভিজিএফ চাল বিতরণ 

শ্রীনগরে ৩৫০ জন জেলেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় (বিশেষ ভিজিএফ) চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ হতে তালিকাভুক্ত প্রত্যেক জেলে পরিবারকে ৮০ কেজি করে চাল দেওয়া হয়। 

উক্ত চাল বিতরণ কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, উপজেলা পিআইও অফিসার আশেকুর রহমান, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, সহকারী মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম, ভাগ্যকুল ইউপি সচিব হামিদুল হক, ইউপি সদস্য রতন কুমার সাহা, মো. পারভেছ কবির ও উপজেলা সিনিয়র মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী ডলি আক্তার প্রমুখ।