শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৩
প্রকাশ : 2025-02-03 17:14:30১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ ৩জন গুরুত্বর আহত হয়েছে।সোমবার সকাল ৯টার দিকের উপজেলার পশ্চিম হাসাড়া মাঝি পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এব্যাপারে দেলোয়ার মাঝি বাদী হয়ে আনজু মাঝিকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, মৃত কালু মাঝির দুই ছেলে দেলোয়ার মাঝি ও আনজু মাঝির মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে নিজ বাড়ীতে ছোট ভাই আনজু মাঝিসহ তার স্ত্রী ফারজানা বেগম, ছেলে ফাহিম ও ভাতিজা সিয়ামগং দা,লাঠি, লোহার রড নিয়ে অতর্কিতভাবে বড় ভাই দেলোয়ার মাঝিসহ তার স্ত্রী ময়না বেগম ও ছেলে মৃদুলের উপর হামলা চালিয়েছে এলোপাথারীভাবে পিটিয়ে তাদেরকে গুরুত্বর আহত করে। আনজু মাঝি লোহার রড দিয়ে ময়না বেগমের মাথায় আঘাত করলে গুরুতরভাবে রক্তাক্ত জখম হয়। আহতদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে আনজু মাঝিগং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাকিল আহম্মেদ বলেন, এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।