শ্রীনগরে আসামি গ্রেফতার
প্রকাশ : 2021-08-13 17:06:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শ্রীনগরে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নে উত্তর বালাশুর গ্রামে অাভিযান চালিয়ে মিজানুর রহমান (৪০) কে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। গেল বুধবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সে ওই গ্রামের বাহার উদ্দিনের ছেলে।
শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন। মিজানুর রহমান নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-০৩) এর ১১(গ) ধারার নিয়মিত মামলার আসামী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গত কাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।