শ্রীনগরে আওয়ামী লীগ ও সহযোগী  সংগঠনের শান্তি সমাবেশ

প্রকাশ : 2023-11-02 17:41:35১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে আওয়ামী লীগ ও সহযোগী  সংগঠনের শান্তি সমাবেশ

বি এন, পি জমাতের ডাকা লাগাতার অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে শান্তিপূর্ন সমাবেশ করেছে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। 
গত ২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে সড়কের ছনবাড়ী  চৌরাস্তা ফ্লাইওভার এর নীচে  এ সমাবেশ  অনুষ্ঠিত হয়। এ-সময় সকল প্রকার যান চলাচল ছিল স্বাভাবিক। 

শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মসিউর রহমান মামুনের নেতৃত্বে সকাল থেকে উপজেলার ১৪ টি ইউনিয়নের  মূল দলসহসহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে তারা মুহুর্মুহু হরতাল অবরোধ বিরোধী স্লোগানেমুখরিত করে তোলে পুরো এলাকা।এসময় আসন্ন জতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরাও উপস্থিত ছিলেন। এদের মধ্যে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল আলম চৌধুরী , আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির বন ও পরিবেশ বিষয়ক সদস্য মাকসুদ আলম ডাবলু, কেন্দ্রীয় উপ কমিটির আইন বিষয়ক সদস্য  ব্যারিষ্টার জি কিবরিয়া শিমুল। বঙ্গবন্ধু পরিষদ জাপান শাখার সভাপতি হানা গ্রুপের চেয়ারম্যান হারুন উর রশীদ।

এ সময় আর উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, রেহানা বেগম ,  জেলা যুবলীগের সহ সভাপতি বাবু স্বপন রায় , জেলা কৃষক লীগের সধারন সম্পাদক সামসুল আলম,  উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সেলিম আহাম্মেদ ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, উপজেলা যুবলীগ সভাপতি ফিরোজ আল মামুন, সাধারন সম্পাদক হাজী নছার উল্লাহ সুজন, ষোলঘড়  ইউ পি চেয়ারম্যান  আলহাজ্ব  আজিজুল ইসলাম, শ্রীনগর উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান  ফিরোজা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন , ছত্রলীগ শ্রীনগর কলেজ শাখার সভাপতি লিমন ,  মহিলা নেত্রী মুন্নী বেগম সহ অসংখ্য রাজনৈতিক ব্যক্তিবর্গ। 

কা/আ