শ্রীনগরের বাড়ৈখালী ইউনিয়ন বি এন পির উদ্যোগে জনসমাবেশ
প্রকাশ : 2025-04-11 22:05:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বি এন, পি,র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে বি, এন, পির ৩১ দফা জনগনের মাঝে পৌঁছে দেয়ার লক্ষে বাড়ৈখালী ইউনিয়ন বি এন পি বিশাল জনসমাবেশ করেছে।
১১ এপ্রিল বিকেলে বাড়ৈখালী উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে ইউনিয়ন বি এন পির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ ইব্রাহীমের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ জেলা বি, এন, পির ১ নং সদস্য ও সিরাজদিখান উপজেলা বি এন পির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালনের জন্য আমি শ্রীনগর সিরাজদিখানে বি এন পির দুঃসময়ে হাল ধরে আজো আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।
প্রধান বক্তা হিসেবে শ্রীনগর উপজেলা বি এন পির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মৃধা বলেন, রাজনৈতিক ভাবে মুন্সীগঞ্জ ১ আসনের জন্য তারেক রহমান আব্দুল্লা ভাইকে পাঠিয়েছেন বলেই আমরা তার পেছনে শেষ পর্যন্ত আছি, আপনারাও থাকবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আব্দুল বাতেন খান শামীম, আবুল কালাম কানন, ফারুক মোড়ল, উপজেলা বি এন পির ছাত্র বিষয়ক সম্পাদক খন্দকার মাইনুল করিম, উপজেলা বি এন পির সদস্য বাহারুল ইসলাম বাহারসহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল।
এ-সময় আরও উপস্থিত ছিলেন বি এন পি নেতা মাসিকুর রহমান দুলু , সাবেক ভি পি মিল্টন, জয়নাল আবেদীন মৃধা জেমস, আজম খান, শহিদুল ইসলাম কারাল, উপজেলা যুবদল যুগ্মসম্পাদক শেখ মোঃ মাসুদ , কৃষকদল সভাপতি শাহালম , সেচ্ছা সেবক দলের আহ্বায়ক এমদাদুল ইসলাম রজিন, উপজেলা ছাত্রদল সভাপতি আশরাফুল ইসলাম শুভ , ছাত্রদল সাধারণ সম্পাদক ফরিদ কামরুল ইসলাম এপোলো , সজীব , দলোয়ার, সিরাজুল ইসলাম হোসেন , বাবুল খন্দকার, ও সিদ্দিকুর রহমান আলীনূর প্রমুখ।