শ্রীনগরের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশ থেকে ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রকাশ : 2021-04-20 09:01:26১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শ্রীনগরের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পশ্চিম পাশ থেকে লিটন মাদবর (৪৮) নামের এক ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার উমপাড়া এলাকায় এ·প্রেসওয়ে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিটন স্থানীয় বালাশুর এলাকার মৃত মালেক মাদবরের ছেলে। তবে তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের দাবি লক্ষাধিক টাকা নিয়ে সে ফল কেনার জন্য ঢাকায় যাচ্ছিল। সকালে উমপাড়া এলাকায় রাস্তার পাশে স্থানীয়রা তার মরদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে সকাল ১০টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়েতুল ইসলাম ভূঞা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হাত কোকড়ানো ও অন্যান্য লক্ষণ দেখে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। তবে তার সাথে কোন টাকা-পয়সা পাওয়া যায়নি। গাড়ি চালক অথবা অন্য কেউ হয়তো টাকা নিয়ে যেতে পারে। বিষয়টি খাতিয়ে দেখা হচ্ছে। পারিবার ময়না তদন্তে অস্বীকৃতি জানানোর কারণে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।