শোক দিবস উপলক্ষে মাদারীপুরে বিনামূল্যে ৪শ’ রোগী পেলো চিকিৎসা সেবা ও ওষুধ
প্রকাশ : 2023-08-14 16:56:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে ৪শ’ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার দিনব্যাপী চরমুগরিয়া আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে ফ্রি এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। বেসরকারি এনজিও আশা’র আয়োজনে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে এতে ব্যবস্থাপত্র প্রদান, রক্ত পরীক্ষা, ব্লাড সুগার পরীক্ষা, ফিজিওথেরাপীসহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়। পরে রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা দেয়াই মূল্য লক্ষ্য বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তরা।
মাদারীপুরের সিভিল সার্জণ ডা. মুনীর আহম্মদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন আশা’র কেন্দ্রীয় কার্যালয়ের প্রোগ্রাম অফিসার (স্বাস্থ্য) মো. শহিদুর রহমান তালুকদার, মাদারীপুর জেলা অফিসের সিনিয়র জেলা ব্যবস্থাপক গনেশ চন্দ্র দাস, রিজিওনাল ম্যানেজার মো. এমদাদ হোসেন, মাদারীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান বেপারীসহ অনেকেই।