শেষ মুহূর্তে এসে ভোটগ্রহণ স্থগিত চলচ্চিত্র পরিচালক সমিতির

প্রকাশ : 2024-12-28 11:30:35১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শেষ মুহূর্তে এসে ভোটগ্রহণ স্থগিত চলচ্চিত্র পরিচালক সমিতির

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন এফডিসিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শনিবার (২৮ ডিসেম্বর)। কিন্তু শেষ মুহূর্তে এসে ভোটগ্রহণ স্থগিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনারসহ নির্বাচনে অংশ নেওয়া দুই প্যানেলের প্রার্থীরা এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন।

এদিন একটি সূত্র জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপাতত নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব প্রার্থী ও নির্বাচন কমিশনার মিলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে শিগগিরই এ নির্বাচনের নতুন তারিখ জানানো হবে।

এবারের নির্বাচনে দুটি পৃথক প্যানেলের মধ্যে নির্বাাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুশফিকুর রহমান গুলজার-সাফিউদ্দিন সাফি প্যানেলে সভাপতি ও মহাসচিব পদপ্রার্থী ছাড়া সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন- আবুল খায়ের বুলবুল (সহসভাপতি), সালাউদ্দিন (উপমহাসচিব), তরিকুল ইসলাম ভুইয়া সাইমন তারিক  (কোষাধক্ষ), আব্দুর রহিম বাবু (সাংগঠনিক), রফিক শিকদার (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), এসডি রুবেল (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), মুস্তাফিজুর রহমান মানিক (সাংস্কৃতিক ও ক্রীড়া)।

এছাড়া এই প্যানেলে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন যথাক্রমে- শাহ আলম কিরণ, ইফতেখার জাহান, মোস্তাফিজুর রহমান বাবু, বজলুর রাশেদ চৌধুরী, বদিউল আলম খোকন (সাবেক দুই বারের মহাসচিব), গাজী মাহাবুব, আনোয়ার সিরাজী, দেওয়ান নাজমুল, জয়নাল আবেদীন এবং আতিকুর রহমান লাভলু।

অপরদিকে চলতি দায়িয়েত্ব থাকা টানা দুইবারের মহাসচিব শাহীন সুমন এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে। তিনি প্যানেল গড়েছেন শাহীন কবির টুটলকে সঙ্গে নিয়ে। এই প্যানেল থেকে সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মনতাজুর রহমান আকবর (সহসভাপতি), কবিরুল ইসলাম রানা (উপমহাসচিব), সেলিম আজম (কোষাধক্ষ), ওয়াজেদ আলী বাবুল (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), বন্ধন বিশ্বাস (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), সাইফ চন্দন (সাংস্কৃতিক ও ক্রীড়া)।

এই প্যানেলে কার্যকরী সদস্যপদে প্রার্থী হয়েছেন- প্রবীন পরিচালক সাঈদুর রহমান সাঈদ, বিখ্যাত কাহিনীকার ছটুক আহমেদ, জাকির হোসেন রাজু, শাহাদৎ হোসেন লিটন, পল্লী মালেক, মো. জয়নুল আবেদীন, হাবিবুল ইসলাম হাবিব, এখলাস আবেদিন এবং ডা. বুলবুল বিশ্বাস।

এছাড়া আব্দুল আওয়াল পিন্টু স্বতন্ত্রভাবে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন বরেণ্য চলচ্চিত্রগ্রাহক সংস্থার সভাপতি ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। তার সঙ্গে থাকছেন পরিচালক এ জে রানা এবং বিএইচ নিশান। নির্বাচনে হালনাগাদ ভোটার সংখ্যা ৩৯৬ জন থাকলেও চলতি মাসে চার নির্মাতার মৃত্যুতে এ সংখ্যা কমে ৩৯২ জনে নেমে এসেছে।