শেষ বিকেলের শ্যামলা মেয়ে- অধ্যক্ষ মোজাম্মেল হক 

প্রকাশ : 2023-09-27 12:45:06১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শেষ বিকেলের শ্যামলা মেয়ে- অধ্যক্ষ মোজাম্মেল হক 

শেষ বিকেলের শ্যামলা মেয়ে
অধ্যক্ষ মোজাম্মেল হক 

 

নানা রঙ্গের  ফুল ফুটেছে 
দারুচিনি দ্বীপে,
কেয়া ফলের রং লেগেছে 
প্রজাপতির ঠোঁটে।। 

সোনা ছড়ায় শ্যামলা মেয়ে
শেষ বিকেলের রোদে। 
রক্ত জবা টিপ দিয়ে যায় 
অচীন  গাঁয়ের দূর পাহাড়ে।।

বাদলা দিনে পাগলা হাওয়ায়  
অঝোর  ধারায়  বৃষ্টি  নাচে,
টিনের চালে পুকুর  জলে।
মন মাঝি যে বৈঠা চালায় 
মেঘের সাথে পাল্লা দিয়ে।।

শ্যামলা মেয়ের ডাগর  চোখে 
ভালোবাসা নোঙ্গর ফেলে,
কার হৃদয়ের  কড়ি ডোরে
ভিষা বিহীন ঘুড়ি উড়ে।।

শ্যামলা মেয়ের নিটোল  গালে
চাঁদের আলো মুচকি হাসে,
ঝুমঝুমিয়ে জোছনা  ঝড়ে
নিশুতি  রাতে বনবাদাড়ে।

শ্যামলা মেয়ে সাঁতার  কাটে
জলকল্লোল বৃষ্টির জলে
আটপৌঢ়ে ওই শাড়ির ভাঁজে
বিমুগ্ধতা যে উছলে পড়ে।।

মুক্তা ছড়ায় শিশির জলে
শ্যামল মেয়ে আদুর পায়ে।
মেঠো পথে নুপুর  পায়ে
ছবি আঁকে হৃদয় পটে।।

চাঁদের গায়ে আছড়ে পড়ে
পূনির্মার ওই চাঁদ। 
বাঁশের সাঁকোর ওপাশ থেকে
বাড়িয় দিলে হাত।

 

সান