শেখ হাসিনাসহ ২৮ জনের নামে ট্রাইব্যুনালে হত্যা মামলা, আসামি ইনু-মেননও
প্রকাশ : 2024-08-19 17:26:31১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মিরপুরে শিক্ষার্থী আলভীকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) দুপুরে মামলাটি দাখিল করা হয়। আলভীর বাবা মো. আবুল হাসানের পক্ষে এটি দাখিল করেন আইনজীবী আসাদ উদ্দিন।
এ মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জু। মামলাটিতে আরও অন্তত ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এছাড়াও দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনকেও আসামি করা হয়েছে।
এর আগে, ১৪ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএইচ তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ সংক্রান্ত অভিযোগ রুজু করেন।
গত ৫ আগস্ট সাভারে গুলিবিদ্ধ নবম শ্রেণির শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে তিনি এ অভিযোগ দায়ের করেন। গুলিবিদ্ধ সিয়াম ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে।