শেখ হাসিনার বিচারের দাবিতে পঞ্চগড়ে শিবিরের বিক্ষোভ
প্রকাশ : 2025-02-01 18:19:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে ছাত্র শিবিরের উদ্যোগে গনমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(০১ ফ্রেবয়ারি) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মোড় থেকে গনমিছিলটি বিক্ষোভ নিয়ে শহরের শহীদ মিনারের সামনে সমবেত হয়। সমাবেশস্থলে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা ছাত্র শিবিরের সভাপতি জুলফিকার রহমান সাধারন সম্পাদক রাশেদ ইসলাম , ছাত্র শিবির বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের সভাপতি সোহেলরানা প্রমূখ।
এসময় বক্তরা বলেন জুলাই গনহত্যায় ফ্যাসিস্ট আওয়ামীলীগের বিচার করতে হবে। তারপর জাতীয় নির্বাচন। তবে নতজানু সরকার তাদের নমনীয় কার্যক্রমের ফলে ফ্যাস্টিটদের বিচার করতে পরছেনা, আমরা স্পষ্ট ভাবে বলতে চাই জাতীয় নির্বাচনের আগে প্রত্যেকটা হত্যাও খুনের বিচার নিশ্চিত করতে হবে।
এই আওয়ামী খুনি শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছরে দেশপ্রেমিক পুলিশ , দেশ প্রেমিক , দেশ প্রেমিক বিজিবিকে ধংব্বস করেছে। হত্যা করেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আলিয়া কওমি মাদ্রাসার ছাত্রকে হত্যা করেছে বিশ্ব ইসলামী অন্দোলনের নেতৃবৃন্দকে। জুলাই- বিপ্লবের প্রায় ছয় মাস হয়ে গেলো এখন হত্যায় খুনিকে বিচারের আওতায় আনা হয়নি।আমরা হুসিয়ার করতে চাই সকল খুনিদের বিচার করতে হবে। স্বৈরাচারী আবার স্বপ্ন দেখছেন দেশে আসতে চায় , ক্ষমতায় যেতে চায়। আমরা রক্ত দিয়েছি পঙ্গুত্ব বরণ করেছি আমরা জুলাই আগষ্টে মতো জীবন দিবো, শাহাদত বরণ করবো। তবে এই ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবেনা’ তাদের ঠিকানা ভারতে।দড়িঁ লাগলে দড়ি দে শেখ হাসিনার ফাসিঁ দে, ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবেনা‘ দিল্লী না ঢাকা ঢাকা’। শেষ হয়নি যুদ্ধ আবু সাঈদ মুগ্ধ বলে শ্লোগান উচ্চারণ করেন শিবিরের নেতা কর্মীরা।