শেখ রাসেল 

প্রকাশ : 2022-10-18 11:54:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শেখ রাসেল 

রেজাউল করিম রোমেল 
--------------------------


কি অপরাধ ছিল
ছোট্ট শিশু শেখ রাসেলের,
বয়স ছিল আট কি নয়
কি ক্ষতি করেছিল তোমাদের?

সে বেঁচে থাকলে আজ কাজ করতো
জন মানুষের কল্যাণে,
তোমাদের এই জঘণ্য কাজে
ইতিহাস ক্ষমা করবে কেমনে?

পঁচাত্তরের পনেরই আগষ্ট
কেউ ভুলিনি আজও ভুলবো না,
শাস্তি তোমাদের পেতেই হবে
ক্ষমা তোমরা পাবে না।