শেখ মুজিবুর রহমান
প্রকাশ : 2022-03-17 15:13:55১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রুদ্র অয়ন
---------------
বাংলাদেশের জন্ম দিতে
জন্ম হলো যাঁর,
জাতির পিতা বঙ্গবন্ধু
ধন্য জীবন তাঁর।
৫৬ হাজার বর্গমাইল
জুড়ে তাঁরই নাম,
জাতির পিতা বঙ্গবন্ধু
মুজিবুর রহমান।
বজায় থাকুক ধর্ম বর্ণ
সম্প্রীতিময় রেশ,
বঙ্গবন্ধু শেখ মুজিব
মানেই বাংলাদেশ।
যতদিন রবে বাংলাদেশ
নদ- নদী বহমান,
ততদিন রবে কীর্তি তাঁর
মুজিবুর রহমান।
সতেরো মার্চ প্রতি বছর
যায় আসে ঘুরে ফিরে,
মানসপটে মুজিব হাসেন
লক্ষ শিশুর ভিড়ে।