শুভ জন্মদিন জীবন্ত কিংবদন্তী অমিতাভ বচ্চন

প্রকাশ : 2023-10-11 11:27:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শুভ জন্মদিন জীবন্ত কিংবদন্তী অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন (১১ অক্টোবর ১৯৪২) হলেন একজন জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক ও সাবেক রাজনীতিবিদ। ১৯৭০-এর প্রথম দিকে তিনি বলিউড চলচ্চিত্র জগতে "রাগী যুবক" হিসেবে জনপ্রিয়তা লাভ করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। অমিতাভের পুত্র অভিনেতা অভিষেক বচ্চন, এই জন্য অমিতাভ 'বিগ বি' বা বড় বচ্চন নামেও পরিচিত। বলিউডের শাহেনশাহ ও সহস্রাব্দের সেরা তারকা হিসেবে পরিচিত বচ্চন তার পাঁচ দশকের অধিক সময়ের কর্মজীবনে ১৯০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বচ্চনকে ভারতীয় চলচ্চিত্র তথা বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা ও প্রভাবশালী অভিনেতা হিসেবে গণ্য করা হয়। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে ভারতীয় চলচ্চিত্রে তার একচ্ছত্র আধিপত্যের জন্য ফরাসি চলচ্চিত্র সমালোচক ও পরিচালক ফ্রঁসোয়া ত্রুফো তাকে "একক-ব্যক্তি চলচ্চিত্র শিল্প" বলে অভিহিত করেন।

বচ্চন তার কর্মজীবনে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন; তন্মধ্যে রয়েছে ৪টি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ১৫টি ফিল্মফেয়ার পুরস্কার সহ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার। ফিল্মফেয়ারে অভিনয়ের জন্য প্রদত্ত পুরস্কারের বিভাগে তিনি সর্বাধিক মনোনয়ন পাওয়ার রেকর্ড করেছেন। অভিনয় ছাড়াও তাকে নেপথ্য গায়ক, চলচ্চিত্র প্রযোজক, টেলিভিশন সঞ্চালক হিসেবেও দেখা গেছে। তিনি গেম শো ফ্র্যাঞ্চাইজ হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার-এর ভারতীয় সংস্করণ কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানের কয়েকটি মৌসুমের সঞ্চালনা করেন। ১৯৮০-এর দশকে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং ১৯৮৪ থেকে ১৯৮৭ পর্যন্ত ভারতীয় সংসদে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন।

শিল্পকলায় তার অবদানের জন্য ১৯৮৪ সালে ভারত সরকার তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী, ২০০১ সালে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ, এবং ২০১৫ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণে ভূষিত করে। বিশ্ব চলচ্চিত্রে তার অনন্য কর্মজীবনের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে ফ্রান্স সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা লেজিওঁ দনরের নাইট উপাধিতে ভূষিত করে।[উইকিপিডিয়া]

অমিতাভ বচ্চন একাশিতে পা দিলেন বুধবার। মঙ্গলবার মধ্যরাতে তিনি অভিবাদন জানাতে এসেছেন ভক্তদের। কয়েক হাজার অমিতাভ ভক্ত তখন জলসার সামনে। কয়েকজনের হাতে প্ল্যাকার্ড- লং লিভ অমিতাভ স্যার! বলিউড এর ওয়ানম্যান ইন্ডাস্ট্রি তখন হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন, ধন্যবাদ দিচ্ছেন জনতাকে। অমিতাভ এর সঙ্গে অলিন্দে ছিলেন পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন, নাতনি আরাধ্যা, মেয়ের ঘরের নাতনি নব্য স্বেতা নন্দা। অমিতাভ এর একাশি তম জন্মদিনটি পালন করেছে সনি টেলিভিশন অভিনব উপায়ে। বুধবার কৌন বনেগা ক্রোড়পতির সেটে তারা অমিতাভ এর জন্মদিন পালন করবে।

শুটিং সারা। অমিতাভকে অভিনন্দন জানিয়েছেন ভিকি কৌশল, বিদ্যা বালন ও বম্মাই ইরানি। আর আছেন অমিতাভ এর হোস্ট করা কে বি কে সির এক দৃষ্টিহীন ভক্ত যিনি চোখ বুজলেই অমিতাভ এর এক ছবি দেখতে পান।

 

সান