শীতের রস - আব্দুস সাত্তার সুমন 

প্রকাশ : 2024-12-02 10:57:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শীতের রস - আব্দুস সাত্তার সুমন 

শীতের রস
আব্দুস সাত্তার সুমন 

 

খেজুর গাছে, গাছি চাচা 
রস তুলবে তটে, 
গাছের ডালে হাঁড়ি পেতে
বিকালবেলা উঠে।

হাঁড়ির মুখে মশারি দিয়ে
রেখে দিল তারি,
ধীরে ধীরে পড়ছে রস 
ভরে গেল হাঁড়ি। 

পাত্র খানায় চুন মাখিয়ে
শীতের রস তুলে, 
মিষ্টি রস খেতে পেরে 
কষ্ট গেছে ভুলে। 

একটি হাঁড়ির ৫০০ টাকা 
দিতে হবে নাকি! 
সুস্বাদু ওই খেজুর রস 
ওখান থেকে রাখি।

শিশির ভেজা কুয়াশাতে 
পিঠা পায়েস করে,
তীব্র শীতে খেজুরের রস 
পানির মতন ঝরে।

কবি - আব্দুস সাত্তার সুমন