শীতের ভোরে
প্রকাশ : 2023-01-15 15:02:09১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শীতের ভোরে
_________________
সুনীল শর্মাচার্য
শীতের ভোরে হিমকুয়াশায় কাঁপছে জবাফুল
গাছের ডালে শুকনো পাতা ঝরছে টুপ টুপ,
শীতের পাখি ডাকলো ভোরে শুনছি গুলগুল
হি হি কাঁপন বাইরে গেলেই ঠাণ্ডা লাগে খুব!
পথে পথে ঘাসে ঘাসে শিশির পড়ে জল
রোদ উঠলে রূপোর মতো জ্বলছে জ্বল জ্বল
শীতের মজা পিঠে পুলি মায়ের হাতে গড়া
খেতে খেতে প্রাণের খুশি ছড়িয়ে দেয় ধরা
ফেসবুকেতে সবাই রটায় এবার ভীষণ শীত
কেউ ঘুরছে নানান জায়গায়, কেউ গাইছে গীত!