শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রকাশ : 2022-03-20 18:51:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় চর সৈয়দপুর এলাকায় পণ্যবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়।
 
রবিবার (২০ মার্চ) নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে মোহা. আমিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ড. আ ন ম বজলুর রশীদকে আহবায়ক করে গঠিত তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন নৌ পরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন আবু সাইদ মোহাম্মদ দেলোয়ার রহমান ও বিআইডব্লিউটিএ’র পরিচালক (নৌ নিরাপত্তা) মুহাম্মদ রফিকুল ইসলাম।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ উদঘাটন ও দায়ী ব্যক্তিদের সনাক্ত করা এবং নৌ দুর্ঘটনা রোধে সুপারিশমালা প্রণয়ন করতে বলা হয়েছে।