শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে নন্দীগ্রামে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
প্রকাশ : 2024-05-31 19:36:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আকরাম হোসেন নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে নন্দীগ্রাম শহরের রহমান নগর এলাকায় এ ঘটনা ঘটে। নন্দীগ্রাম থানা পুলিশ অভিযুক্ত আকরাম হোসেন (২৭) কে গ্রেপ্তার করে। সে নন্দীগ্রাম শহরের দামগাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয়ারা জানান, আকরাম হোসেন একটি বাড়িতে রাজমিস্ত্রীর লেবারের কাজ করছিলো সেই বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে জোর করে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। সেসময় শিশুটির চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসে। পরে তাকে ধরে গণধোলাই দিয়ে নন্দীগ্রাম থানা পুলিশের নিকট সোপর্দ করে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়।