শিরোনামহীন- গোলাম কবির

প্রকাশ : 2023-10-09 12:51:51১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিরোনামহীন- গোলাম কবির

" শিরোনামহীন "
 ।। গোলাম কবির ।। 

 বুকের ভাঙা দেয়ালের ফোঁকর 
 থেকে কার আর্তনাদ ভেসে আসে, 
 ওখানে কে আছো? 
 খুঁজে দেখি আমার আমিকে! 
 নেই, কোথাও কেউ নেই 
 শুধুমাত্র তুমি ছাড়া! 
 তাহলে আমিটা গেলো কোথায়? 
 আমি নেই, কোথাও আমি নেই, 
 কেউ নেই, কিছু নেই তুমি ছাড়া! 
 তারপর দেখলাম, শুধু একবুক 
 শুন্যতার কুয়াশায় ঢাকা ঘনঘোর
 অন্ধকারে ভেসে আসে হৃদয় ভেঙে
 দিয়ে তোমার চলে যাওয়া পথের 
 রক্তাক্ত ক্ষতচিহ্ন অশ্বক্ষুরাকৃতির 
 মতো বসে আছে, সেই থেকে 
 হলুদ পাতার মতো 
 চোখের জলের বন্যায় 
 ভেসে যাচ্ছে আমার আমি!

 

সান