শিব চতুর্দ্দশী পূজা উপলক্ষে বাগেরহাটে ১২ দিনব্যাপী মেলা শুরু
প্রকাশ : 2022-03-02 19:39:50১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটের কচুয়ায় শিব চতুর্দ্দশী পূজা উপলক্ষে ১২দিনব্যাপী মেলা শুরু হয়েছে। গতকাল বিকেলে উপজেলার শিবপুরে শ্রী শ্রী শিব মন্দিরের সামনে বর্ণ্যঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করীম এই মেলার উদ্বোধন করেন। পরে পূজা উপলক্ষে মন্দির প্রাংগনে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহন করেন তিনি। এসময় রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ গুরু সেবানন্দ, মন্দির কমিটির সভাপতি সুবোধ চন্দ্র সাহা, বাগেরহাট কেন্দ্রীয় মহাশশান এর সভাপতি বাবুল সর্দার, মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু, ধর্মীয় নেতা গৌর কৃষ্ণ দাস, বিষ্ণুপদ দেবনাথ, মোহন হালদার উপস্থিত ছিলেন।
১লা মার্চ শুরু হওয়া এই মেলা ১২ মার্চ বিকেলে শেষ হওয়ার কথা রয়েছে। এই সময়ে মন্দির প্রাঙ্গনে বিভিন্ন সময় ধর্মীয় আলোচনা, গান, নাচ, শারীরিক কসরতসহ নানা অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু।