শিবচরে সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীন বিএনপি নেতা ঠান্ডু চৌধুরীর জানাজায় মানুষের ঢল
প্রকাশ : 2024-12-06 18:12:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরের শিবচরের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খলিলুর রহমান ঠান্ডু চৌধুরীর জানাজা শেষে মাদবরচরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এই প্রবীন রাজনীতিবিদের জানাজায় মানুষের ঢল নামে। তাকে একজনজর দেখতে দুরদুরান্তে থেকে অসখ্য মানুষ শরীক হয় জানাজায়। শক্রবার জুমার নামার শেষে বাহাদুরপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক বাহাদুরপুরের পীর মঞ্জিলের গদীনশীন পীর আব্দুল্লাহ মোহাম্মাদ হাসানের ইমামতিতে নামাজে অংশ নেয় কয়েক হাজার মানুষ। এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির এই প্রবিণ নেতা।
তার বর্নাঢ্য রাজনৈতিক জীবনে তিনি প্রথম শিবচর উপজেলা পরিষদ নির্বাচনে শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মাদারীপুর ১ আসনে (শিবচর) প্রতিদ্ব›দ্বীতা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক ভাবে তিনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। ফুসফুসে পানি জমে তিনি অনেক দিন ধরেই চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেন।
এই নেতার নামাজে জানাজায় মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু, বিএনপি নেতা ইয়াজ্জেম হোসেন রোমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।