শিবচরে ভ্যানচালক যুবকের গলা কাটা লাশ উদ্ধার
প্রকাশ : 2025-02-08 10:38:59১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

মাদারীপুরের শিবচরে ভুট্টা ক্ষেত থেকে মিজান কাজী ( ২০) নামের এক ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুইজনকে হেফাজতে নিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার কাদিরপুর ইউনিয়নের পবন মোড়লের চর কান্দি গ্রামে সামাদ মৃধার ভুট্টা ক্ষেতের ভিতর কাজে গেলে স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে শিবচর থানার ওসি মোঃ রতন শেখসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে ভুট্টা ক্ষেতের ভিতর থেকে গলা কাটা অবস্থায় রক্তাক্ত লাশটি উদ্ধার করে। লাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে বলেও পুলিশ জানায়। নিহত মিজান উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামের লাভলু কাজির ছেলে। তিনি শিবচর পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন ভাড়া বাসায় বসবাস করতেন। এর আগে বৃহস্পতিবার সন্ধায় মিজান দুইজন যাত্রী নিয়ে কাঁঠালবাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়ার পর নিখোঁজ থাকে। রাতে মিজানের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পায় পরিবারের লোকজন। শুক্রবার সকালে কাদিরপুর ইউনিয়নের ভুট্টা ক্ষেতের মধ্যে তার গলাকাটা লাশ পাওয়া যায়।
নিহতের মা মলিনা বেগম বলেন,'আমার ছেলেটা ভ্যান চালায়। সন্ধ্যার পরে দুইজন যাত্রী নিয়া কাঁঠালবাড়ী যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আইলো না আমার ছেলে। আমি এই হত্যার বিচার চাই।স্থানীয়দের ধারনা ব্যাটারি চালিত অটো ভ্যানটি ছিনতাই করার জন্যই তাকে গলা কেটে জবাই করে ফেলে গেছে ছিনতাইকারীরা। এর আগেও শিবচরে একইভাবে আরেকটি ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছিল। তাই এই চক্রকে ধরে দ্রæত আইনের আওতায় আনার দাবিও করেছেন এলাকাবাসী।
শিবচর থানার ওসি মোঃ রতন শেখ (পিপিএম) বলেন, ভুট্টা ক্ষেতের ভিতর থেকে এক ভ্যান চালকের গলাকাটা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে হেফাজতে নিয়েছি। ঘটনা উদঘাটনে কাজ চলছে।