শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম
প্রকাশ : 2024-09-03 17:39:08১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরের শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে।সোমবার রাতে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের খলিফা কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই এলাকার খলিল মাষ্টারের ছেলে ঢাকার একটি থানায় কর্মরত পুলিশের সদস্য পলাশ (৩৬) ও একই এলাকার চাঁনমিয়া মুন্সীর ছেলে আসিফ (১৭)। তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ আগস্ট) পুলিশ সদস্য পলাশের ছেলের আকিকার অনুষ্ঠান হয়। এ সময় তাদের প্রতিবেশী হাদিস খালাশী তার ছেলে শাহ আলম ও রফিকুল এ অনুষ্ঠানে মেহমানদারি করেন।কিন্তু অনুষ্ঠান শেষে হাদিস খালাশী না খেয়ে বাড়ি চলে যান। রোববার (০১ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয় নিয়ে রফিকুল খালাশীর সাথে পলাশের কথা কাটাকাটি হয়। পরে সোমবার রাতে পলাশ ও আসিফ তাদের বাড়ির পাশে একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হাদিস খালাশী তার দুই ছেলে ও জামাতা আসিফ তাদের উপর হামলা করে ও দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক আমিনুল ইসলাম বলেন, রাতে দুইজন রোগী গুরুতর আহত অবস্থায় এখানে আসেন। একজনের অবস্থা খুবই খারাপ ছিলো। প্রচুর রক্তপাত হয়েছে। আক্রান্ত স্থান খুবই গভীর ছিলো। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। কিন্তু রক্ত থামানো যাচ্ছিলো না। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।