শিবচরে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়, ৪ ক্লিনিককে জরিমানা

প্রকাশ : 2023-08-22 11:53:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবচরে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়, ৪ ক্লিনিককে জরিমানা

মাদারীপুরের শিবচরে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে চার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ডিমের দাম বেশি রাখায় দুই দোকানিকেও জরিমানা করা হয়।

সোমবার (২১ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিবচর পৌর এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতর সূত্রে জানা গেছে, অধিদফতরের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া ও মূল্য তালিকা না থাকায় সেবা ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার, মেডিপ্যাথ ডায়াগনস্টিককে তিন হাজার, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার ও শিবচর ইউনাইটেড হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এ ছাড়া বেশি দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না টানানোর অপরাধে মেসার্স মন্ডল ট্রেডার্সকে চার হাজার ও রেজাউল স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করেন। ছয় প্রতিষ্ঠানে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

জান্নাতুল ফেরদাউস বলেন, পরে আরও কঠোর সাজার আওতায় আনা হবে। আমাদের অভিযানের ধারা অব্যাহত থাকবে।

এ সময় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মামুন মোরশেদ, স্যানিটারি ইন্সপেক্টর ফজলুল হকসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল।