শিবগঞ্জে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
প্রকাশ : 2025-02-06 10:34:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়ার শিবগঞ্জে ৫৩ তম স্কুল, মাদ্রাসাো ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়েছে। আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।
বুধবার ( ৫ ফেব্রুয়ারি) বিকালে শহীদ হাফিজুর রহমান অডিটরিয়ামে শিবগঞ্জ উপজেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। শরীরচর্চা শিক্ষক বিপ্লব কুমার মোহন্ত এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্সেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমীক সুপারভাইজার পদ্মা রাণী, শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, শিবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, সিহালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রশিদ, জামতলী উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক আঃমান্নান, বড়বেলঘড়িয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোকছেদুর রহমান দুলু প্রমূখ। খেলা পরিচালনা করেন আব্দুল কাসেম, সাইফুল ইসলাম, ওহাব, আবুল কালাম আজাদ।
কা/আ