শিবগঞ্জে  শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা  

প্রকাশ : 2025-02-10 16:46:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবগঞ্জে  শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা    

বগুড়া শিবগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের উপলক্ষে  এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১০ ফ্রেব্রয়ারী) সকালে  উপজেলা প্রশাসনের আয়োজনে  প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।  উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ,  মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্সেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, শিক্ষা অফিসার সাইফুন নাহার, ইউপি চেয়ারম্যান ( প্যানেল) আবুল কালাম আজাদ, ফাইমা আক্তার সহ সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।