শিবগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্  সমিতির অভিষেক অনুষ্ঠিত

প্রকাশ : 2022-03-20 19:29:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্  সমিতির অভিষেক অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) এর নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে  বিসিডিএস শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিসিডিএস বগুড়া শাখার চেয়ারম্যান  রফি নেওয়াজ খান রবিন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা,  বিসিডিএস বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তাক, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, বিসিডিএস শিবগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র তৌহিদুর রহমান মানিক, ঔষধ প্রশাসন অধিদপ্তর বগুড়া জেলা শাখার সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম মোল্লা, বিসিডিএস বগুড়া জেলা শাখার সহ-সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, বাদল চন্দ্র  কুন্ডু, বিসিডিএস বগুড়া শাখার পরিচালক আতিকুর রহমান সোহেল। বিসিডিএস শিবগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি  গোলাম রব্বানীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআর মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম রাজু, খান মেডিকেল স্টোরের স্বত্বাধিকারী নায়েব আলী, হামদান মেডিকেল কর্নার এর স্বত্বাধিকারী হামদান মন্ডল, শাপলা ফার্মেসীর স্বত্বাধিকারী মোজাহার আলী, তুহিন ফার্মেসীর স্বত্বাধিকারী আলেক উদ্দিন, মেডিকেয়ার ফার্মেসীর স্বত্বাধিকারী শরিফুল ইসলাম, ইভা ফার্মেসীর স্বত্বাধিকারী রায়হানুল ইসলাম রায়হান সহ শিবগঞ্জ উপজেলার সকল ফার্মেসী ব্যবসায়ীবৃন্দ ।  

পরে প্রধান অতিথি বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি শিবগঞ্জ উপজেলা শাখার কার্য নির্বাহী পরিষদের ২৩ সদস্যর নাম ঘোষণা করেন। তারা হলেন, সভাপতি মাহমুদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি  গোলাম রব্বানী, সহ-সভাপতি আমিনুল ইসলাম রাজু, নায়েব আলী, পরিচালক হামদান মন্ডল, ইয়াছিন আলী, আশরাফুল আলম, ইউসুফ আলী, মোঃ আলেক উদ্দিন, আবুল বাসার, মোঃ মোজাহার আলী, হেলাল উদ্দিন, আব্দুল করিম, জিহাদুল ইসলাম শালুক, আব্দুল হাকিম, রফিকুল ইসলাম, রিজুনুল হুদা, তোফাজ্জল হোসেন, খোরশেদ আলম, এনামুল হক, আব্দুল মতিন, জাকিরুল ইসলাম ও আনোয়ার হোসেন।