শিবগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
প্রকাশ : 2025-11-06 16:27:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা, শীতকালীন পেয়াজ, মসুর, খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৯শত ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব এবং স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মো: আপেল মাহমুদ, রাজিব হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম কুষকদের মধ্যে আব্দুর রাজ্জাক, মহব্বত হোসেন, মাফিজার রহমান, নজরুল ইসলাম প্রমূখ।