শিবগঞ্জে ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ে নির্বাচনের দাবিতে অভিভাবক ও এলাকাবাসীর বিক্ষোভ
প্রকাশ : 2022-04-18 20:15:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়া শিবগঞ্জে সদর ইউনিয়নে ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নির্বাচন ছাড়াই সিলেকশনের মাধ্যমে ম্যানেজিং কমিটির গঠনের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছে অভিভাবকবৃন্দ। ১৮ এপ্রিল সোমবার বিদ্যালয়ে প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির নির্বচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-ছাত্রীদের অবিভাবক ও এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে ও অভিযোগ সূত্রে জানাযায় ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন এ্যাডহক কমিটি ধাকা অবস্থায় ম্যানেজিং কমিটি গঠনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানীকে প্রধান নির্বাচন কমিশন নির্বাচিত করে ম্যানেজিং কমিটি নির্বাচনের নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা। এদিকে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মুর্তুজা কোন নিয়মনীতির তোয়াক্কা না সিলেকশনের মাধ্যমে নিজের পছন্দের ব্যাক্তিদের দিয়ে ম্যানেজিং কমিটি গঠনের পায়তারা শুরু করে। প্রধান শিক্ষকের এই কারসাজি অভিভাবক ও এলাকাবাসী বুঝতে পেরে নির্বাচনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করে। এরইপেক্ষিতে অভিযোগ তদন্তকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার বিদ্যালয়ে তদন্ত করতে গেলে অভিভাবক ও এলাকাবাসী নির্বাচনের দাবিত বিক্ষোভ করে। এসময় বিদ্যালয়ের অভিভাবক আফছার মন্ডল বলেন আমার তিন ছেলে এই স্কুলে লেখাপড়া করে। আমাকে কেউ কোনদিন বলেনি এই স্কুলের নির্বাচন। তিনি আরো বলেন প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতায় এই স্কুলে লেখাপড়া রসাতলে গিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মুর্তুজা বলেন আমি নীতিমালা মোতাবেক ভোটার তালিকা প্রনয়ন করি। যেহেতু তদন্ত হচ্ছে তারা দেখুক এখানে কোন অনিয়ম হয়েছে কিনা। তদন্ত কর্মকর্তা গোলাম রব্বানী আমার যা জানার দরকার ছিল তা জেনেছি। আগামী বৃহস্পতিবার আমি তদন্তের রির্পোট দিব এর আগে কমিটি গঠন হচ্ছে না।