শিবগঞ্জে জেড ফোর্স ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
প্রকাশ : 2025-01-10 19:35:50১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জে এসো দেশের কথা বলি শিবগঞ্জ উপজেলার আয়োজনে জেড ফোর্স ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।
এ সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল ওহাব, উপজেলা বিএনপি নেতা মাহবুব আলম মানিক, বুলবুল ইসলাম, আব্দুল করিম, আব্দুর রাজ্জাক, ইদ্রিস আলী, আবু তাহের, ফারুক হোসেন, সাবেক পৌর কাউন্সিলর এসএম তাজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক, আফছার আলী, জহুরুল ইসলাম ঠান্ডু, ওয়ারেছ আলী আকন্দ, তোফায়েল আহমেদ সাবু, যুবদল নেতা খালিদ হাসান আরমান, জোবায়ের হোসেন, মাহদী হাসান তমাল, আবু শাহিন, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি প্রমুখ। উদ্বোধনী খেলায় ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপি ও শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের ২টি টিম এ খেলায় অংশগ্রহণ করেন।