শিবগঞ্জে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ
প্রকাশ : 2022-01-15 20:39:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে গরিব অসহায় ও দুস্থদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। শনিবার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়ন পরিষদে ছাগল বিতরণ করা হয়। প্রধান অতিথি বিহার ইউপি চেয়ারম্যান মোঃ মহিদুল ইসলাম অসহায় পরিবারদের মাঝে ছাগলগুলো বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ কল্যাণ সমিতির প্রচার সম্পাদক মোঃ আব্দুল আলিম, মুশফিকুর রহমান বিপুল, মোসলেহ উদ্দিন সোহেল, নজিবুল্লাহ,সাংবাদিক রবিউল ইসলাম মাসুদ রানা মিলন, কামরুল হাসান প্রমুখ। মনোয়ারা বিবি, খাজুর বিবি, সাদেক আলী, স্বপনা বিবি, আমেনা বিবি বলেন, ছাগলগুলো লালন পালন করে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে।